নরসিংদী জেলার বেলাব উপজেলার ৩নং বাজনাব ইউনিয়নের পরিষদের প্বার্শ দিয়ে আড়িয়াল খাঁ নদীটি ভয়ে গেছেন। বেলাব উপজেলা থেকে পুড়াদিয়া বাজার যেতে বাজনাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর পাড় দিয়ে ৩ (তিন) কিলোমিটার রাস্তা পাড় হতে হয়। আড়িয়াল খাঁ নদী আমাদের ইউনিয়নের প্বার্শ দিয়ে অতিবাহিত হওয়ায় এই ইউনিয়নের প্রাকৃতিক সৌর্ন্দয্য বৃদ্ধি পেয়েছে। এক সময় যার বুকে পাল তোলা নৌকা, মালামাল বহনকারী লঞ্চ মাঝি-মাল্লা ও সওদাগরদের মিলন মেলা ছিল। নদী পথে যাতায়াত সুবিধা হওয়ায় এখানকার পোড়াদিয়া, বেলাব, শিবপুর, বাখরনগর, মরজাল, যোশর, লেটাবর, রাধাগঞ্জ বাজারের ব্যবসায়ীরা লঞ্চযোগে ঢাকা, নরসিংদী সহ বিভিন্ন দেশে সবচেয়ে কম খরচে আমাদের বাজনাব ইউনিয়নের সাধারণ জনগন বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS