****বাজনাব ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম**** বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

******** বাজনাব ইউনিয়ন পরিষদের আওতায় অভিবাসন নিয়ে কাজ করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ( রামরু )। হেল্প লাইন-- ( ০১৮২৬৫৫৩২২৮ )********


Image
Title
আরিয়াল খাঁ নদী
Details

নরসিংদী জেলার বেলাব উপজেলার ৩নং বাজনাব ইউনিয়নের পরিষদের প্বার্শ দিয়ে আড়িয়াল খাঁ নদীটি ভয়ে গেছেন। বেলাব উপজেলা থেকে পুড়াদিয়া বাজার যেতে বাজনাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর পাড় দিয়ে ৩ (তিন) কিলোমিটার রাস্তা পাড় হতে হয়। আড়িয়াল খাঁ নদী আমাদের ইউনিয়নের প্বার্শ দিয়ে অতিবাহিত হওয়ায় এই ইউনিয়নের প্রাকৃতিক সৌর্ন্দয্য বৃদ্ধি পেয়েছে। এক সময় যার বুকে পাল তোলা নৌকা, মালামাল বহনকারী লঞ্চ মাঝি-মাল্লা ও সওদাগরদের মিলন মেলা ছিল। নদী পথে যাতায়াত সুবিধা হওয়ায় এখানকার পোড়াদিয়া, বেলাব, শিবপুর, বাখরনগর,  মরজাল, যোশর,  লেটাবর, রাধাগঞ্জ বাজারের ব্যবসায়ীরা লঞ্চযোগে ঢাকা, নরসিংদী সহ বিভিন্ন দেশে সবচেয়ে কম খরচে আমাদের বাজনাব ইউনিয়নের সাধারণ জনগন বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারত।