নরসিংদী জেলার বেলাব থানার অর্ন্তগত বাজনাব ইউনিয়নের চিতাইন গ্রামে মাদ্রাসাটি অবস্থিত।
১৯৭৬সালে চিতাইন গ্রামের দুই এক জন সাহসী পুরুষ যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন মরহুম আলী নেওয়ার এবং তার ছেলে মরহুম আঃ বাতেন যাদের কারনে আজ এই চিতাইন দাখিল মাদ্রাসা মাথা উচু করে চিতাইন গ্রামের উপর দাড়িয়ে আছে। এই আলী নেওয়াজ নিজের বাড়ী টুকু বাকি রেখে বাড়ীর উঠন পর্যন্ত মাদ্রাসার নামে লিখে দিয়েছেন। তাদের পরম প্রচেষ্টার ফলে মাদ্রাসা ২০০৯ই সনে ৯জন ছাত্র/ছাত্রী A+ পায় এবং শতভাগ পাশ করে বিদায় বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের মধ্য থেকে এই চিতাইন দাখিল মাদ্রাসা ৯ম স্থান অর্জন করেন।
সভাপতির নামঃ
মোঃ আবদুল কুদ্দুছ,
২০১০- ৭৮% ২০১১- ৯৪% ২০১২- ৮৩% ২০১৩- ৮৯% ২০১৪- ৯৫%,
চিতাইন দাখিল মাদ্রাসা ২০০৯ই সনে ৯জন ছাত্র/ছাত্রী A+ পায় এবং শতভাগ পাশ করে বিদায় বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের মধ্য থেকে এই চিতাইন দাখিল মাদ্রাসা ৯ম স্থান অর্জন করেন।
মহাখালি/গুলিস্থান থেকে বাসে করে মরজাল অথবা বারৈচা বাসটেন্ড নেমে তার পর সি.এন.জি করে বেলাব, তারপর অটো বা রিক্সা করে নাগের বাজার হয়ে বাজনাব ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে চিতাইন দাখিল মাদ্রাসা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস