নরসিংদী জেলার বেলাব থানার অর্ন্তগত বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামে অবস্থিত।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
সভাপতিঃ মোঃ মনিরুজ্জামান (মনির)
বাজনাব ইউনিয়নের সকল বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়টি সমপনী পক্ষিায় সর্বোচ্চ জি.পি.এ ৫ পেয়ে থাকে।
ঢাকা সায়দাবাদ বাস ষ্টেশন অথবা মহাখালী বাস ষ্টেশন থেকে বাসে করে ঢাকা-সিলেট মহাসড়ক মরজাল/বারৈচা বাস ষ্টেশন নামতে হবে। মরজাল/বারৈচা থেকে সিএনজি দিয়ে বেলাব সিএনজি ষ্টেশন আসতে হবে। বেলাব সিএনজি ষ্টেশন থেকে রিক্স দিয়ে বীরবাঘবের পাশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস