নরসিংদী জেলার বেলাব উপজেলা বাজনাব ইউনিয়নের বাজনাব সৈয়দপাড়া গ্রামে অবস্থিত।
সভাপতিঃ জনাব মোঃ ইকবাল খন্দকার
২০১৩ সালে সমপনী পরীক্ষায় ১৯ জন অংশ গ্রহণ করে এবং সবাই উত্তীর্ণ হয়।
ঢাকা সায়দাবাদ বাস ষ্টেশন অথবা মহাখালী বাস ষ্টেশন থেকে বাসে করে ঢাকা-সিলেট মহাসড়ক মরজাল/বারৈচা বাস ষ্টেশন নামতে হবে। মরজাল/বারৈচা থেকে সিএনজি দিয়ে বেলাব সিএনজি ষ্টেশন আসতে হবে। বেলাব সিএনজি ষ্টেশন থেকে রিক্স দিয়ে বাজনাব সৈয়দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস